Skip to main content

'ডারউইনিজম' ও ডারউইনিজম তও্ব কি?

If you want to read in ENGLISH CLICK HERE 


ইংরেজি প্রকৃতি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন(১৮০৯-১৮৮২) ১৮৫৮-৫৯ সালে তার "আরজিন অব স্পিশিজ বাই মিনস অব ন্যাচারাল সিলেকশন" বইতে বিবর্তন সম্পর্কিত তাঁর মতবাদ প্রকাশ করেন।বিবর্তন সম্পর্কে ডারউইনের এই মতবাদকে ডারউইনিজম বলে।
কয়েকটি তও্ব ও তথ্যের উপর ডারউইনিজম প্রতিষ্টিত।নিম্নে এগুলো উল্লেখ করা হলো :
(১)বংশবৃদ্ধির উচ্চাহার : একটি জীব প্রজননের সময় প্রচুর সংখ্যয় বংশবৃদ্ধি করে।কিন্তু এরা সবাই বাঁচে না।যেমন একটি ইলিশ মাছ প্রজনন ঋতুতে বিশ লক্ষ ডিম পাড়ে।

(২)প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা : একটি জীবের জন্মহারের তুলনায় তার খাদ্য, বাসস্থান ও অন্যান্য প্রকৃতিক সম্পদ কম।

(৩)জীবন সংগ্রাম: প্রাকৃতিক সম্পদ সীমাবদ্ধতার কারণে জীবন সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে।নিজ নিজ অস্তিত্ব রক্ষার লক্ষ্যে এ প্রতিযোগিতাকে জীবন সংগ্রাম বলে।জীবন সংগ্রাম তিন ধরনের হয়,নিম্নে এহুলো উল্লেখ করা হলো:
(ক)অন্তঃজাতী সংগ্রাম:
খাদ্য ও বাসস্থানের নিয়ে নিজের প্রজাতির মধ্যে যে সংগ্রাম হয় তাকে অন্তঃপ্রজাতী সংগ্রাম বলে।যেমন~ হরিণে হরিণে সংগ্রাম।
(খ)আন্তঃজাতী সংগ্রাম:
ভিন্ন প্রজাতির জীবদের মধ্যে যে সংগ্রাম হয় তাকে আন্তঃপ্রজাতী সংগ্রাম বলে। যেমন~বাঘ ও হরিণের মধ্যে সংগ্রাম।

(গ)পরিবেশগত সংগ্রাম:
বেঁচে থাকার জন্য জীব প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে যে সংগ্রাম হয় তাকে পরিবেশগত সংগ্রাম বলে।ধ্বংসপ্রাপ্ত বনে বেঁচে থাকার জন্য সেখানকার জীবদের যে সংগ্রাম।

(৪)প্রকরণের উপস্থিতি: জীবদের মধ্যে নানা ধরনের প্রকরণ দেখা যায় প্রতিকূল পরিবেশের জন্য যে সকল প্রকরণ সুবিধাজনক বৈশিষ্ট্য বহন করে তারাই বেঁচে থাকার অগ্রাধিকার পায়।

(৫)যোগ্যতমের জয় : যে সমস্ত প্রকরণগুলো পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে তারাই জীবন সংগ্রামে জয়ী হয়।

(৬)প্রাকৃতিক নির্বাচনও নতুন প্রজাতির সৃষ্টি : যে সমস্ত জীব পরিবর্তনশীল পরিবেশের সাথে নিজেদের মানিয়ে চলতে পারে পরিবেশ তাদেরকেই নির্বাচন করে।তারাি পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকে।এভাবেই নতুন প্রজাতির সৃষ্টি হয়।


ENGLISH VERSION

Comments

Popular posts from this blog

Geography Now! Bangladesh | geographical advantages of bangladesh | bangladesh facts

 Oh, sorry. I'm just headbanging to Bangladesh!!! It's time to learn Geography NOW!!! Hey, Peebs. I'm your host, Paul Barbado. Insert intro thing because I didn't write anything. Let's dissect the flag. Now, you have probably have seen this flag before and thought who dipped the flag of Japan in the top of algae. Well, it's not some green mutated version of Japan's flag. It's Bangladesh's!!! Essentially, the flag has a green field and red circle that is not in the centre, but a little bit offset closer to the hoist side and the reason for this is to look centered when the flag is waving in the air. Green represents the lush, fertile, green interior of the land of Bangladesh and the red represents the Sun. SIMPLE!!! MOVING ON!!!  Now, this is going to be really fun because Bangladesh has some of the most confusing territories on the planet. First of all, the country is located in Asia. East of India and almost completely surrounded by India inclu

Advantages and Disadvantages of india's geography | indian geography explained

So we have finally encroached upon the giant: India. Some of you've been waiting a LOOOOONG time for this episode. I'm just gonna say straight up: You all know India is incredibly complex and diverse. Even Indians have trouble understanding their own country. Obviously, I won't be able to scratch even the surface in this episode. But I'll try my best. A lot of you Indian geograpeeps have helped me along the way. So thank you, and without further ado, let's begin!  It's time to learn Geography! NOW!!! ♫ Hey everybody. I'm your host Barby. This place doesn't even need much of an introduction. Everybody has heard of India. It's big. It's loud. It's colorful, and most importantly it has a plethora of confusing territorial anomalies that I just can't wait to cover. Here we go!! ♫ Political Geography ♫ There's an old saying: India is a place where everyone is in a hurry, but no one is ever on time. First of all, India is located in So

Bolton Book Bombshells: Trump Is Corrupt and Weird as F**k

Bolton Book Bombshells   While Trumpis having a temper tantrum about the Supreme Court,his real fury has been reserved for formernational security advisor and full-time "Got Milk" adJohn Bolton. Because, as you probablyheard by now, Bolton is about to releasea tell-all book spilling all the tea from his timein the White House. And even though the bookhasn't come out yet, it's already a riveting read. REPORTER: Boltonconfirms President Trump explicitly linkedmilitary aid to Ukraine to investigations of formerVice President Joe Biden, the central claim that led tothe president being impeached. Bolton alleges President Trumpexpressed a willingness to haltcriminal investigations, "to, in effect, give personalfavors to dictators he liked," citing casesinvolving China and Turkey. REPORTER 2: At one pointtelling the Turkish president he would replaceSouthern District of New York prosecutorsto make an investigation into a Turkish firm go away. REPORTER 3: For