If you want to read in English CLICK HERE
ন্যাশানাল পার্ক বা জাতীয় উদ্যান বলতে বোঝায় প্রাকৃতিকভাবে সৌন্দর্যমন্ডিত তুলনামূলকভাবে বৃহৎ অঞ্চল যেখানে বন্যজীব (উদ্ভিদ ও প্রাণী) সুরক্ষিত থাকবে।গবেষণা ও বিনোদনের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ন্যাশানাল পার্কে প্রবেশ করা যায়।
বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ন্যাশানাল পার্ক সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত তুলে ধরা হল :
১.ভাওয়াল ন্যাশনাল পার্ক
এটি গাজীপুরে অবস্থিত। এর আয়তন ৫০২২ হেক্টর।এটি ১৯৮২ সালে প্রতিষ্টিত হয়েছে।
২. মধুপুর ন্যাশানাল পার্ক
এটি টাঙ্গাইল ও ময়মনসিংহ জুড়ে অবস্থিত।এর আয়তন ৮৪৩৬ হেক্টর। এটিও ১৯৮২ সারে প্রতিষ্টিত।
৩.রামসাগর ন্যাশানার পার্ক
এটি বাংলাদেশের সবথেকে ছোট ন্যাশানার পার্ক।এটি দিনাজপুরে অবস্থিত। এর আয়তন মাত্র ২৭.৭৫ হেক্টর।এটি ২০০১ সালে প্রতিষ্টিত হয়েছিলো।
৪.হিমছড়ি ন্যাশানাল পার্ক
বলা হয় এটি বাংলাদেশের সর্বপ্রথম ন্যাশানাল পার্ক।এটি কক্সবাজারে অবস্থিত। এর আয়তন প্রায় ১৭৮৯ হেক্টর।এটি প্রতিষ্টিত হয় ১৯৭৯ সালে।
৫.লাউয়াছড়া ন্যাশানাল পার্ক
এটি মৌলভীবাজারে অবস্থিত।এর আয়তন প্রায় ১২৫০ হেক্টর। এটি ১৯৯৬ সালে প্রতিষ্টিত হয়।
৬.কাপ্তাই ন্যাশানাল পার্ক
এটি রাঙ্গামাটি অবস্থিত।এর আয়তন প্রায় ১৫৪৬৪ হেক্টর। এটি ১৯৯৯ সালে প্রতিষ্টিত হয়।
৭.নিঝুমদ্বীপ ন্যাশানাল পার্ক
এটি বাংলাদেশের সবথেকে বড় ন্যাশানাল পার্ক। এটি নোয়াখালীতে অবস্থিত।এর আয়তন প্রায় ১৬৩৫২ হেক্টর। এটি ২০০১ সালে প্রতিষ্টিত হয়।
৮.মেধাকচ্ছপিয়া ন্যাশানাল পার্ক
এটি কক্সবাজারের অবস্থিত।এর আয়তন প্রায় ৩৯৫ হেক্টর। এটি ২০০৮ সালে প্রতিষ্টিত হয়।
৯.সাতছড়ি ন্যাশানাল পার্ক
এটি হবিগঞ্জে অবস্থিত।এর আয়তন প্রায় ২৪২ হেক্টর। এটি ২০০৪ সালে প্রতিষ্টিত হয়।
১০.খাদিমনগর ন্যাশানাল পার্ক
এটি সিলেটে অবস্থিত।এর আয়তন প্রায় ৬৭৮ হেক্টর। এটি ২০০৬ সালে প্রতিষ্টিত হয়।
১১.বড়ইডলা ন্যাশানাল পার্ক
এটি চট্টগ্রামে অবস্থিত।এর আয়তন প্রায় ২৯৩৩ হেক্টর। এটি ২০১০ সালে প্রতিষ্টিত হয়।
১২.নবাবগঞ্জ ন্যাশানাল পার্ক
এটি দিনাজপুরে অবস্থিত।এর আয়তন প্রায় ৫১৭ হেক্টর। এটি ২০১০ সালে প্রতিষ্টিত হয়।
১৩.সিংগ্রা ন্যাশানাল পার্ক
এটিও দিনাজপুরে অবস্থিত।এর আয়তন প্রায় ৩০৫ হেক্টর। এটি ২০১০ সালে প্রতিষ্টিত হয়।
১৪.কাদিগড় ন্যাশানাল পার্ক
এটি ময়মনসিংহে অবস্থিত।এর আয়তন প্রায় ৩৪৪ হেক্টর। এটি ২০১০;সালে প্রতিষ্টিত হয়।
১৫.আলতাদিঘি ন্যাশানাল পার্ক
এটি নাওঁগা অবস্থিত।এর আয়তন প্রায় ২৬৪ হেক্টর। এটি ২০১১ সালে প্রতিষ্টিত হয়।
১৬.বীরগঞ্জে ন্যাশানাল পার্ক
এটি দিনাজপুরে অবস্থিত।এর আয়তন প্রায় ১৬৮ হেক্টর। এটি ২০১১ সালে প্রতিষ্টিত হয়।
ন্যাশানাল পার্ক বা জাতীয় উদ্যান বলতে বোঝায় প্রাকৃতিকভাবে সৌন্দর্যমন্ডিত তুলনামূলকভাবে বৃহৎ অঞ্চল যেখানে বন্যজীব (উদ্ভিদ ও প্রাণী) সুরক্ষিত থাকবে।গবেষণা ও বিনোদনের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ন্যাশানাল পার্কে প্রবেশ করা যায়।
বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ন্যাশানাল পার্ক সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত তুলে ধরা হল :
১.ভাওয়াল ন্যাশনাল পার্ক
এটি গাজীপুরে অবস্থিত। এর আয়তন ৫০২২ হেক্টর।এটি ১৯৮২ সালে প্রতিষ্টিত হয়েছে।
২. মধুপুর ন্যাশানাল পার্ক
এটি টাঙ্গাইল ও ময়মনসিংহ জুড়ে অবস্থিত।এর আয়তন ৮৪৩৬ হেক্টর। এটিও ১৯৮২ সারে প্রতিষ্টিত।
৩.রামসাগর ন্যাশানার পার্ক
এটি বাংলাদেশের সবথেকে ছোট ন্যাশানার পার্ক।এটি দিনাজপুরে অবস্থিত। এর আয়তন মাত্র ২৭.৭৫ হেক্টর।এটি ২০০১ সালে প্রতিষ্টিত হয়েছিলো।
৪.হিমছড়ি ন্যাশানাল পার্ক
বলা হয় এটি বাংলাদেশের সর্বপ্রথম ন্যাশানাল পার্ক।এটি কক্সবাজারে অবস্থিত। এর আয়তন প্রায় ১৭৮৯ হেক্টর।এটি প্রতিষ্টিত হয় ১৯৭৯ সালে।
৫.লাউয়াছড়া ন্যাশানাল পার্ক
এটি মৌলভীবাজারে অবস্থিত।এর আয়তন প্রায় ১২৫০ হেক্টর। এটি ১৯৯৬ সালে প্রতিষ্টিত হয়।
৬.কাপ্তাই ন্যাশানাল পার্ক
এটি রাঙ্গামাটি অবস্থিত।এর আয়তন প্রায় ১৫৪৬৪ হেক্টর। এটি ১৯৯৯ সালে প্রতিষ্টিত হয়।
৭.নিঝুমদ্বীপ ন্যাশানাল পার্ক
এটি বাংলাদেশের সবথেকে বড় ন্যাশানাল পার্ক। এটি নোয়াখালীতে অবস্থিত।এর আয়তন প্রায় ১৬৩৫২ হেক্টর। এটি ২০০১ সালে প্রতিষ্টিত হয়।
৮.মেধাকচ্ছপিয়া ন্যাশানাল পার্ক
এটি কক্সবাজারের অবস্থিত।এর আয়তন প্রায় ৩৯৫ হেক্টর। এটি ২০০৮ সালে প্রতিষ্টিত হয়।
৯.সাতছড়ি ন্যাশানাল পার্ক
এটি হবিগঞ্জে অবস্থিত।এর আয়তন প্রায় ২৪২ হেক্টর। এটি ২০০৪ সালে প্রতিষ্টিত হয়।
১০.খাদিমনগর ন্যাশানাল পার্ক
এটি সিলেটে অবস্থিত।এর আয়তন প্রায় ৬৭৮ হেক্টর। এটি ২০০৬ সালে প্রতিষ্টিত হয়।
১১.বড়ইডলা ন্যাশানাল পার্ক
এটি চট্টগ্রামে অবস্থিত।এর আয়তন প্রায় ২৯৩৩ হেক্টর। এটি ২০১০ সালে প্রতিষ্টিত হয়।
১২.নবাবগঞ্জ ন্যাশানাল পার্ক
এটি দিনাজপুরে অবস্থিত।এর আয়তন প্রায় ৫১৭ হেক্টর। এটি ২০১০ সালে প্রতিষ্টিত হয়।
১৩.সিংগ্রা ন্যাশানাল পার্ক
এটিও দিনাজপুরে অবস্থিত।এর আয়তন প্রায় ৩০৫ হেক্টর। এটি ২০১০ সালে প্রতিষ্টিত হয়।
১৪.কাদিগড় ন্যাশানাল পার্ক
এটি ময়মনসিংহে অবস্থিত।এর আয়তন প্রায় ৩৪৪ হেক্টর। এটি ২০১০;সালে প্রতিষ্টিত হয়।
১৫.আলতাদিঘি ন্যাশানাল পার্ক
এটি নাওঁগা অবস্থিত।এর আয়তন প্রায় ২৬৪ হেক্টর। এটি ২০১১ সালে প্রতিষ্টিত হয়।
১৬.বীরগঞ্জে ন্যাশানাল পার্ক
এটি দিনাজপুরে অবস্থিত।এর আয়তন প্রায় ১৬৮ হেক্টর। এটি ২০১১ সালে প্রতিষ্টিত হয়।
Comments
Post a Comment